বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, বরং দুটি একসাথে চলতে পারে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে।
রোববার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, “চারটি সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না।”
এর আগে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
আপনার মতামত লিখুন :