যেসব দল বিগত আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করেছে, তাদের ক্ষমা করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, যারা মিত্র ছিলেন, তারা আ. লীগকে ক্ষমা করার ব্যাপারে উদারতা দেখিয়ে দয়া করে শত্রু হবেন না।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফারুক বলেন, “বিএনপির অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বাস আছে এবং আমরা নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রে বিশ্বাসী দল।” এছাড়া বিএনপি এই সরকারকে সমর্থন করছে বলেও জানান তিনি।
এসময় তিনি অভিযোগ করেন যে, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব এখনও তার পদে বহাল আছেন। এছাড়াও সচিবালয়ে আগুনের ঘটনার কারণ সম্পর্কে জানাতে দেরি কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আপনার মতামত লিখুন :