ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

‘রাজনৈতিক দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাই এক’

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১২:২৬ পিএম

‘রাজনৈতিক দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাই এক’

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাই এক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমির নুরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি উদার আহ্বান জাতীয় স্বার্থটাকে ঊর্ধ্বে তুলে ধরি। দলমত মতাদর্শ ভিন্ন ভিন্ন হলেও জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন হয়ে কাজ করি। এখন সবার ঐক্য খুব জরুরি।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে চালানো অত্যাচারের রেশ এখনও রয়ে গেছে, মাঝে মধ্যে নতুন নতুন সমস্যাও দেখা দিচ্ছে। আমাদের ওপর জুলুম করা হয়েছে। কিন্তু বিচারের নামে অন্য কাউকে জুলুম করা হোক আমরা তা চাই না।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট রয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে।’

আরবি/জেআই

Link copied!