ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:৩২ এএম

মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান

ছবি সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মজলুম, মুজাহিদদের সংগ্রামে বাংলাদেশের মানুষের একাত্মতার কথা ঘোষণা করে; বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছেন।

১৮ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামের উদ্যোগে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করে তিনি উপরোক্ত কথা বলেন। বিশ্বের অর্ধশতাধিক মুসলিম দেশের প্রায় পাঁচশত প্রতিনিধি তিনদিন ব্যাপী এ সম্মেলনে যোগদান করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী, ফিলিস্তিন, তুরস্ক, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, জর্ডান সহ আফ্রিকা ও আরবের বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আরও অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ।

আরবি/এস

Link copied!