ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক: ডা. শফিকুর রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:৪৬ পিএম

আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। এখানে ধর্ম লিঙ্গ বিবেচনায় কাজ করবে না। নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতায় কাজ করবে।

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে পারিনি। আমি নিজে দুঃখিত, কিন্তু আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সন্তানরা তাদের বীরত্বের জন্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীর পক্ষ থেকে তাদের সেলুট জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা অসাধ্য কাজকে সাধ্য করেছে। এ রকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের হাতেই তুলে দেব। ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাবার আগে ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান লুটেপুটে খেয়ে বিদেশে অর্থ পাচার করেছে। দেশ ছেড়ে পালায় কারা, যারা সন্ত্রাসী ও অপরাধী। যে দেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না।’

আরবি/জেআই

Link copied!