ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

আ.লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করবো না: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৬:৩৮ পিএম

আ.লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করবো না: তারেক রহমান

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: জনগণের ভোটে নির্বাচিত হলে আওয়ামী লীগের মত পরিবারতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোন সরকারই যেনো স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হয় তা সংবিধানে সংযোজন করা হবে। গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে অঙ্গীকারও করেন তিনি। সংষ্কার শুধু কাগজে নয় মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বলেও জানান তারেক রহমান। বিকেলে বনানীতে এক সেমিনারে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের ভাগ্য পরিবর্তন। কর্মসংস্থান সৃষ্টি করে আয় রোজগারের ব্যবস্থা নিশ্চিত করা । রাষ্ট্র মেরামতে বিএনপি‍‍`র ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। আশার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে সেমিনার বিএনপির। রাজধানীর বনানীর একটি হোটেলে রাষ্ট্র সংষ্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিক।

সেমিনারের শুরুতে স্বগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীণ সরকার যে রাষ্ট্র সংষ্কারের উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১দফার অনেকটাই মিল রয়েছে।

দেশের জনগণের মৌলিক, রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় যে সংষ্কারের বিষয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার সাথে ঐক্যমতের সুর ছিলো সবার বক্তব্যেই।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোন সরকারই যেনো স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে প্রধানমন্ত্রীসহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে।

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমেন স্বাধীনতা নিশ্চিয়তাসহ আওয়ামী লীগের মত পরিবারতান্ত্রিক রাষ্ট্রকাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব আবারও তার বক্তব্যে, সব শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। 

আরবি/এস

Link copied!