বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জামায়াতে ইসলামীকে স্পষ্ট করতে হবে তারা স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তারা ক্ষমা না চেয়ে বিএনপিকে আক্রমণ করে, যা ঠিক নয়।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে নাটোরের শংকরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
দুলু আরও বলেন, “ক্ষমতায় যেতে চাইলে প্রথমে এদেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল। আগামী নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করবে।”
তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের সকল শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সকল হত্যা, অন্যায় ও অবিচারের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।”
আপনার মতামত লিখুন :