শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জামায়াতের আমির।
এর আগে সন্ধ্যা ৬টায় প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান ডা. শফিকুর রহমান।
বৈঠক নিয়ে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপিসহ সবাই একমত।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনের দিকে কিভাবে অগ্রসর হওয়া যায় আলোচনা হয়েছে।
আপনার মতামত লিখুন :