এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন এবং তার ছেলে অধ্যাপক ওমর ফারুক সানিকে চট্টগ্রাম-১৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।
শনিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
অলি আহমদ বলেন, “আমি আর নির্বাচন করব না। আমার ছেলে আপনাদের সেবা করবে।” তিনি আরও বলেন, “শেখ হাসিনার পরিবারের সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সহসভাপতি এ জি এম শাহজাহান, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভার সভাপতি আইনুল কবির, উত্তর সাতকানিয়ার সাধারণ সম্পাদক হোসাইন উদ্দিন ভুট্টো প্রমুখ
আপনার মতামত লিখুন :