ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

দুই দেশের কূটনৈতিক ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করবে : রব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৭:৫২ পিএম

দুই দেশের কূটনৈতিক ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করবে : রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশন অফিসে জাতীয় পতাকা নামিয়ে আগুন দেওয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করার নামান্তর। এই ধরনের মদদপ্রাপ্ত ও পূর্ব পরিকল্পিত হামলা দুই দেশের কূটনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ঝুঁকি সৃষ্টি করবে।

বাংলাদেশের সহকারী হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রব বলেন, এটা ভারত এবং বাংলাদেশের স্বাধীন অস্তিত্বের প্রশ্নে উভয় দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। মনে রাখা দরকার রাজনীতিতে ঘৃণা বা উগ্রবাদের বিষ বাষ্প ছড়ানো কোন দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে না। আমরা আশা করছি, বাংলাদেশের জনগণের অভিপ্রায় ভিত্তিক সরকার বদলের অভ্যন্তরীণ  রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি ভারতের সরকার এবং জনগণ শ্রদ্ধাশীল থেকে দুই দেশের স্বাভাবিক সম্পর্ককে পুনর্জীবিত করতে সহায়ক হবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!