ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

দ্রুত জাতীয় নির্বাচন না দিলে আন্দোলনের ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৩:৩০ পিএম

দ্রুত জাতীয় নির্বাচন না দিলে আন্দোলনের ঘোষণা

ছবি: সংগৃহীত

দ্রুত জাতীয় নির্বাচন দেয়া না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এলডিপির সভাপতি অলি আহমদ। আজ (সোমবার) সকালে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগনের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে বলেও মন্তব্য করেন অলি আহমদ। 

তিনি বলেন, বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমত তাদের দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন অলি আহমদ। 

রূপালী বাংলাদেশ

Link copied!