প্রায় দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে, বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। গত ৩০ নভেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান বিএনপি মহাসচিব।
এ সফরে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন। মির্জা ফখরুলের দেশে ফেরাকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন কোনো দিকনির্দেশনা আসতে পারে বলে দলীয় নেতাকর্মীরা আশা করছেন।
বিএনপির এই শীর্ষ নেতা দেশে ফিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামী কর্মসূচি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :