ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:২৬ পিএম

১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান

ছবি: রূপালী বাংলাদেশ

নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন চাচ্ছে আগে জাতীয় নির্বাচন দিতে। কিন্তু অতীতের ইতিহাস দেশবাসীর জন্য সুখকর ছিলোনা। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে বর্তমান গঠিন নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করা প্রয়োজন। 

যদি স্থানীয় নির্বাচনে তারা ফেল করে তাহলে জাতীয় নির্বাচনের আগে পুনরায় নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন দেওয়া যাবে। ইসলামী আইনজীবী নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশনারদের কথায় জাতীয় নির্বাচন আগে দেওয়া যাবে না।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আব্দুল বাসেত, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট বিল্লাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, অ্যাডভোকেট  আব্দুল মান্নান প্রমুখ নেতৃত্ববৃন্দ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!