ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ৮ নভেম্বর তাকে লন্ডনে নেওয়া হতে পারে, যদি সবকিছু ঠিকঠাক থাকে।
চিকিৎসার জন্য নিয়োগপ্রাপ্ত সাতজন চিকিৎসক, নার্স এবং তিনজন সহকারীসহ মোট ১৬ জন তার সঙ্গে যাবেন। খালেদা জিয়াকে প্রথমে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, পরে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে স্থানান্তর করা হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তার উন্নত চিকিৎসার জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রথমে লন্ডনে গিয়ে সংক্ষিপ্ত বিরতি নেওয়া হবে এবং পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :