বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৫:০৫ পিএম

মোজাম্বিকে নিরাপত্তাহীনতায় বাংলাদেশিরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৫:০৫ পিএম

মোজাম্বিকে নিরাপত্তাহীনতায় বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ায় দেশটির শহর ও গ্রামগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। খুন, গুম, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ড দেশটির শহর ও গ্রামে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও বর্তমানে বাংলাদেশিরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ইতোমধ্যে শত শত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনেক প্রবাসী ব্যবসায়ী তাদের জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সন্ত্রাসী ও অপরাধী চক্রগুলো দোকান লুটের পর সেগুলো পুড়িয়ে দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। প্রতিদিনের এই তাণ্ডবে বাংলাদেশিরা নিজেদের সম্পত্তি এবং জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।

স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, এমন ভীতিকর পরিস্থিতিতে তারা ঘর থেকে বের হতেও নিরাপদ বোধ করছেন না। অনেকেই মোজাম্বিক ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন, তবে যাতায়াতের সঠিক ব্যবস্থা না থাকায় তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, দেশে থাকা তাদের পরিবারের সদস্যরাও প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন।

আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক বি. এম. জামাল হোসেন জানিয়েছেন, মোজাম্বিকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই  দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছে এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য তৎপর রয়েছে।

আরবি/জেআই

Link copied!