স্কটিশ বাংলাদেশী কল্যাণ সংস্থা (SBWA) গত ২৩ ফেব্রুয়ারি এডিনবরা শহরের পোর্টোবেলো এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। অনুষ্ঠানে মাতৃভাষার উপর গুরুত্ব তুলে ধরা হয়েছে। যাতে করে বিশ্বের বিভিন্ন ভাষা সংরক্ষণে উৎসাহিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সল চৌধুরী, এমবিই এমএসপি, যিনি SBWA’র প্রতিষ্ঠালগ্ন থেকে পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফয়সল চৌধুরী বলেন, আমাদের তরুণ প্রজন্মের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা তাদের মাতৃভাষাকে সম্মান করে, কারণ এটি তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখতে সাহায্য করে এবং সমাজে একতাবদ্ধ হতে উৎসাহিত করে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পী এবং দর্শকরা অংশ নেন, যেমন বাংলাদেশী স্কটিশ, আয়ারিশ, ইংরেজি, ফরাসি, জার্মান, পোলিশ, আফ্রিকান, স্প্যানিশ, জাপানি, গ্রিক এবং ভারতীয়।
স্কটিশ বাংলাদেশী কল্যাণ সংস্থার সভাপতি, জিয়া উদ্দিন খান সিদ্দিকী (সুমন) বলেন, এই অনুষ্ঠানে আমাদের সকলের একত্রিত হয়ে কাজ করা একটি বিরাট সফলতা, এবং আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা এটি সফল করতে সাহায্য করেছেন।
এডিনবরা শহরে একটি স্থায়ী ‘শহীদ মিনার’ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সংস্থার সাধারণ সম্পাদক খান এলাহী।
তিনি বলেন, যাতে পৃথিবীর অন্যান্য শহরের মতো (লন্ডন, প্যারিস, লিসবন, টরন্টো) এডিনব্রাতেও এটি প্রতিষ্ঠিত হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট সচিব, মি. নাজিম আহমেদ, অনুষ্ঠানের সফলতায় অংশগ্রহণকারী সকল অতিথি, শিল্পী এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
এডিনবরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থাপনা করেন ড. আমিনা জোয়ারদার এবং রাহনুমা পারভিন (রুম্পা)।
আপনার মতামত লিখুন :