সোমবার, ৩১ মার্চ, ২০২৫

কাতারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী তরুণ নিহত

ই এম আকাশ, কাতার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১০:৫৪ এএম

কাতারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী তরুণ নিহত

কাতারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী তরুণ মুহাম্মদ মুহসিন। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় উত্তর রাঙ্গুনিয়া তাজ মুহাম্মদ পাড়া হোছনাবাদ এলাকায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ কমিউনিটি কাতারে ৷

মঙ্গলবার রাত ৩টার দিকে লুসাইল হাইওয়েতে দুটি রেসিং বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। নিহত মুহাম্মদ মুহসিন ডোমিনোস পিজ্জাতে কর্মরত ছিলেন। বর্তমানে তার মরদেহ হামাদ হাসপাতালের মর্গে আছে।

কাতারে গত ৭ বছর ধরে বাস করে আসছিলেন মুহাম্মদ মুহসিন। নিহতের ভাই গালফ বাংলাকে জানান, বুধবার সকালে তার ড্রাইভিং টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই পরপারে পাড়ি জমালেন তিনি।

২০১৮ সালে বাংলাদেশে এমনই এক মোটরসাইকেল দুর্ঘটনায় তার বন্ধুর মৃত্যু হয়। সে সময় মৃত্যুর হাত থেকে ফিরে আসার পর জীবিকার তাগিদে পরিবার তাকে কাতারে পাঠিয়ে দেয়।

তিন ভাই ও ২ বোনের পরিবারে মুহসিন ছিলেন সবার ছোট। তার বড় ভাই মুহাম্মদ হোসেন কাতারে থাকেন।

আরবি/এসআর

Link copied!