ঢাকা শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৯:৫৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

শুক্রবার ৯ (আগস্ট) অষ্ট্রিয়ার  রাজধানী ভিয়েনায় বাদ জুমা  ভিয়েনা মুসলিম সেন্টারে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে ছাত্র, ছাত্রী, শিশু, কিশোর, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা কর্মীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দফায়-দফায় হামলা এবং গুলিবর্ষণসহ হিংস্র আক্রমণে নিহত হওয়া সকল শহীদদের উদ্দেশ্যে আত্মার মাগফেরাতের জন্য ভিয়েনা মুসলিম সেন্টারে শাইখ আব্দুল মতিন আজহারী কর্তৃক জুমা গায়েবানা জানাজা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত জানাজায় বাংলাদেশীসহ টার্কিশ, বসনিয়ান, আরাবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান মুসলিম কমিউনিটির কয়েক শত মুসল্লী উপস্থিত ছিলেন। 

বাংলাদেশী কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কমিউনিটির  চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার  ইঞ্জিনিয়ার এম এ হাসিম, মুসলিম সেন্টারের সভাপতি মুরাদুল আলম, সহ-সভাপতি হাবিবুর রহমান ও মহিউদ্দিন আহম্মেদ। 

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, লিয়াকত আলী, মুস্তাফা, জাহিদ মোশাররফ, নাইম, কাউসার, মাসুদ চৌধুরী প্রমুখ।