ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সৌদির রিয়াদে চলছে জমজমাট সাংস্কৃতিক আসর

শাহজাহান সোহাগ, রিয়াদ

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৩:৩৪ পিএম

সৌদির রিয়াদে চলছে জমজমাট সাংস্কৃতিক আসর

ছবি: রূপালী বাংলাদেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে জমজমাট সাংস্কৃতিক আসর। রিয়াদ, আল সুয়াইদি পার্কে ১৩ অক্টোবর ভারতের শিল্পীরা সংগীত পরিবেশন দিয়ে  শুরু হয়েছে রিয়াদ সিজন-২০২৪ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

২০-২৩ নভেম্বর রিয়াদ সিজন আল সুয়াইদি পার্ক মঞ্চে গান পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নগর বাউল জেমস এবং পড়শি । সৌদি আরবে বাংলাদেশী  "প্রবাস বাংলা ব্যান্ড"  ও মঞ্চে গান পরিবেশন করবেন।  

১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ভারতের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন, প্রতিদিনই সকল দেশের নাগরিকরা অনুষ্ঠান দেখতে সুয়াদি পার্কে ভিড় জমাচ্ছেন পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন সবাই।

এবারে অনুষ্ঠানে নয়টি দেশ অংশ নিয়েছে। রিয়াদ সিজনে সাংস্কৃতিক পর্বে অংশ নিচ্ছেন: বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইয়েমেন, সুদান, লেবানন, মিশর। বিভিন্ন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সংগীত পরিবেশনার পাশাপাশি মেলায় নান্দনিক ভাবে সাজানো হয়েছে পুরো এরিয়া ।

রিয়াদ সিজন অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ  ফ্রী হলেও ওয়েববুক (WEBOOK.COM) অনলাইনে আবেদন করার মধ্য দিয়েই সবাইকে প্রবেশ করতে বলা হয়েছে। 
রেজিস্ট্রেশন ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। বিনা রেজিস্ট্রেশনের দর্শকরা যাতে অনুষ্ঠান দেখতে পারে তাদের কথা মাথায় রেখে আল সুয়াইদি পার্কের চতুর্দিকে বড় এলএডি (LED) স্ক্রিন লাগানো হয়েছে। যাতে করে ভেতরে অনুষ্ঠান বাহির থেকেও উপভোগ করতে পারেন  দর্শকরা।
 

আরবি/জেডআর

Link copied!