ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি কলেজছাত্র নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ১০:৪৮ এএম

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি কলেজছাত্র নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত সেই কলেজ ছাত্রের নাম রওনাক রাতিন (২০)। গত ১২ অক্টোবর বিকেলে বাফেলো শহরের কাছাকাছি চিকতোওয়াগায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই দিন বিকেল ৫টার আগে সিডার রোডে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে জরুরি ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রওনাক রাতিনকে গুরুতর আহত অবস্থায় পায়। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ইসিএমসি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে রাতিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাতিনের পরিবারের সদস্যরা ডব্লিউআইভিবি জানান, গাড়ি পার্কিং নিয়ে মতবিরোধের কারণে প্রাথমিক বিরোধ শুরু হয়েছিল। রাতিন একটি খালি লটের সামনের রাস্তায় গাড়ি পার্ক করেছিলেন। গুলি চালানোর আগে তার এবং আশপাশে বসবাসকারী একজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পুলিশের ভাষ্য, পুলিশে কল করা একজন নিজেকে সেই ব্যক্তি হিসেবে পরিচয় দেন, যিনি বন্দুক দিয়ে গুলি করেছিলেন এবং ঘটনাস্থলে পুলিশের জন্য অপেক্ষা করেছিলেন। পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যা দিয়ে রাতিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

রওনাক রাতিন পড়াশোনা করতেন স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষে। বাফেলো মুসলিম সেন্টারে তার জানাজা হয়। এতে অনেক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরে তাকে বাফেলো হারলেম মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে।

আরবি/এফআই

Link copied!