ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট স্থগিত করল ইতালি

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ১২:০৪ পিএম

বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট স্থগিত করল ইতালি

ছবি: সংগৃহীত

সুনির্দিষ্ট কারণ দেখিয়ে গত ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অনুকূলে ইস্যু করা ‘নুলা ওস্তা’ বা কাজের অনুমোদন স্থগিত করেছে ইতালি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় ইতালিয়ান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০ অক্টোবর থেকে ইতালিতে কাজের জন্য ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ফেরতের কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনেক বেশি পরিমাণে জাল কাগজপত্র জমা হওয়ার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্ম ভিসা আবেদনকারীদের পাসপোর্ট আগামী ২০ অক্টোবর থে‌কে ফেরত দেওয়া শুরু হ‌বে। পরে যাদের কাগজ বৈধ পাওয়া যাবে, তাদের ভিসা দেওয়ার উদ্দেশ্যে আবারও চাওয়া হবে পাসপোর্ট।

দূতাবাস প্রত্যেক আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে এসএমএস বা ই-মেইলে জানিয়ে দেবে, তিনি কখন পাসপোর্ট ফেরত নিতে পারবেন। কাজের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যাদের নুলা ওস্তা নিশ্চিতকরণ সম্পন্ন হবে, তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করা হবে। তাই ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে আর প্রয়োজন নেই।

দূতাবাস জানায়, [email protected] ই-মেইল আইডি চালু থাকবে। নতুন করে ইস্যুকৃত কর্ম অনুমোদনের ধারকদের বিস্তারিত তথ্য এই ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পরবর্তীতে ক্রমান্বয়ে যোগাযোগের জন্য এই তথ্য ব্যবহার করা হবে। আবেদনকারী, নিয়োগকর্তা এবং আইনজীবীদের তাদের কর্ম অনুমোদনের যাচাইকরণের জন্য দূতাবাসে এবং ভিএফএস গ্লোবালে ই-মেইল না পাঠানোর জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। কারণ, যাচাইকরণের সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ইতালিতে সম্পন্ন হয়। ইতালির প্রভিনন্সিয়াল ইমিগ্রেশন অফিস স্পোর্টেলো ইউনিকো-এসইউআই কর্তৃক যাচাই নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কর্ম অনুমোদনের মেয়াদ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। অন্যান্য ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।

এ নিয়ে জানতে চাইলে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ইতালির ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। তাদের একটি অঙ্গীকার ছিল যে, ডিসেম্বরের মধ্যে ২০ হাজার তারা ক্লিয়ার করে দেবে। তাদের অভ্যন্তরীণ আইনের কারণে কিছু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।’

আরবি/এফআই

Link copied!