জাঁকজমকের শহর দুবাইতে মহা আড়ম্বরে আবারও শুরু হলো বছরের সবচেয়ে বড় ফ্যাস্টিভাল গ্লোবাল ভিলেজ। ১৬ অক্টোবর এবারের ২৯তম মৌসুম শুরু হলো আরও রোমাঞ্চকর আর নতুন নতুন চমক নিয়ে। এবারের গ্লোবাল ভিলেজ নতুন আকর্ষণ নিয়ে হাজিরে হয়েছে বলে ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। যেখানে ৭৫টি দেশের প্রতিনিধিত্ব থাকবে। এতে থাকবে বিভিন্ন রাইডস, লাইভ শো এবং নানা দেশের খাদ্য সামগ্রী। এছাড়াও, নতুন করে রেস্তোরাঁ এবং বিনোদনমূলক কর্মকাণ্ড আরও আধুনিক ভাবে সাজানো হয়েছে। এবার চারটি নতুন প্যাভিলিয়ন যুক্ত হয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ যেখানে যুক্ত হয়েছে জর্ডান ও ইরাক।
এই বছর গ্লোবাল ভিলেজের টিকিটের দাম গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত মৌসুমে, সপ্তাহের মাঝের দিনগুলির জন্য টিকিট অনলাইনে পাওয়া যেত ২২.৫০ দিরহামে। এছাড়া যে কোনও দিনের পাসের নিয়মিত মূল্য ছিল ২৭ দিরহাম। এবার সপ্তাহের মাঝের দিন বা রবিবার থেকে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন বাদে টিকিট কিনতে হবে ২৫ দিরহামে। ছুটির দিনগুলোতে টিকিট কিনতে হবে ৩০ দিরহাম খরচ করে। ৩ বছরের নিচের শিশু, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রবেশ বিনামূল্যে। প্রবেশ টিকিট পাওয়া যাবে গ্লোবাল ভিলেজের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং প্রধান ফটকের কাউন্টার থেকে।
দেশটির স্থানীয় গণমাধ্যমে সময়সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সাধারণ সময়সূচি অনুযায়ী রবিবার থেকে বুধবার বিকেল ৪টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে খোলা থাকবে রাত ১টা পর্যন্ত।
উদ্বোধনী দিনে রাতভর জমকালো আয়োজন রাখা হয়। এছাড়া নতুন সংযোজনে থাকছে রেলওয়ে মার্কেট, ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার এবং বিভিন্ন স্বাদের খাবার নিয়ে ফিয়েস্তা স্ট্রিট। এবার দর্শনার্থীদের জন্য নতুন কিছু রেস্টুরেন্ট প্লাজা এবং তিনটি নতুন সাংস্কৃতিক প্যাভিলিয়ন চালু করা হয়েছে। এ নিয়ে প্যাভিলিয়ন সংখ্যা দাড়ারো ৩০টিতে। এবারে ৩৫শটিরও বেশি শপিং আউটলেট রয়েছে গ্লোবাল ভিলেজে। খাদ্যপ্রেমীদের জন্য থাকবে বিশ্বমানের ২৫০টিরও বেশি বৈচিত্র্যময় খাবার। ২০০টিরও বেশি বিনোদনমূলক আকর্ষণ থাকছে এই আসরে। তবে দীর্ঘদিন পর বাংলাদেশের অংশগ্রহণে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। আশা করা হচ্ছে, বাংলাদেশীদের জন্য ভ্রমণ ভিসা প্রদান স্বাভাবিক হলে এবারের ভ্রমণ মৌসুমে প্রচুর বাংলাদেশী দর্শক টানতে পারবে গ্লোবাল ভিলেজ।
আপনার মতামত লিখুন :