ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় নিহত ২, এলাকাজুড়ে আতঙ্ক

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ১১:০১ এএম

জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় নিহত ২, এলাকাজুড়ে আতঙ্ক

ছবি: রূপালী বাংলাদেশ

বার্লিনের অদূরে জার্মানির জাক্সেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে খ্রীস্ট সম্প্রদায়ের বড়দিনের মার্কেটে গাড়ী হামলার ঘটনা ঘটেছে।  এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও কমপক্ষে ৭০জন পথচারী আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও আছে।  ওই এলাকাজুড়ে আতঙ্ক অবস্থা বিরাজ করছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ব্যাস্ত ক্রিসমাস মার্কেটের পথচারীদের উপর সজোরে গাড়ী তুলে দেয় এক হামলাকারী।  ক্রিসমাস মার্কেটটির কমপক্ষে ৪০০ মিটার জুড়ে গাড়ী হামলা চালানো হয় বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।  এ ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।  

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ৫০ বছর। তিনি সৌদি আরবের নাগরিক।  গ্রেপ্তারকৃত হামলাকারী ২০০৬ সালে জার্মানিতে আসার পর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।  এছাড়াও হামলায় ব্যাবহৃত বিএমডব্লিউ ব্রান্ডের কালো গাড়িটিকে জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে চলছে নিবিড় তল্লাশী। আক্রান্ত পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। পুরো এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় উদ্ধারকর্মীরা। হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাগদেবুর্গের ইউনিভার্সিটি ক্লিনিকসহ আশেপাশের হাসপাতালগুলোতে। আহতদের অনেকের অবস্থা অত্যান্ত গুরুতর বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে এই হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর, দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ অঙ্গরাজ্যটির মিনিস্টার প্রেসিডেন্ট রাইনার হাজেলফ ও দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের ঘটনাস্থল পরিদর্শনেরও কথা রয়েছে। অবিলম্বে হামলাকারীর বিস্তারিত পরিচয় ও শাস্তি নিশ্চিত করার দাবী হতাহতের স্বজনদের।

তবে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন জানিয়েছে সেখানে বসবাসরত কয়েকজন প্রবাসী।

এই ঘটনার পরপরই সন্ত্রাসী হামলার আশংকায় জাক্সেন আনহাল্ট এর প্রতিবেশী থুইরিঙ্গেন অঙ্গরাজ্যের এয়ারফুর্টের বড়দিনের মার্কেট বন্ধ ঘোষণা করেছে প্রদেশটির মার্কেট কর্তৃপক্ষ।

এর আগে ২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে লরী হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে তিউনিসিয়ার বংশোদ্ভূত রাজনৈতিক আশ্রয়প্রার্থী আনিস আমরি। তার সাথে উগ্রবাদী ইসলামিক স্টেট এর সাথে যোগাযোগ ছিল বলেও জানিয়েছিল পুলিশ।

আরবি/জেআই

Link copied!