লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীদের দীর্ঘদিনের একটা স্বপ্ন পুরণ হয়েছে। যা বিলেতে চট্টগ্রামবাসীদের অংশীদারিত্বের ভিত্তিতে কেনা প্রথম একটা স্হায়ী নিজস্ব সামাজিক ও বানিজ্যিক প্রতিষ্ঠান চাটগাঁ ভবন।
হাটি হাটি পা করে চট্টগ্রাম ক্লাব লন্ডন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল সি ফর চাঁটগা। সম্প্রতি চাঁটগা ভবনে হয়ে গেল সি ফর চাঁটগা লিমিটেডের প্রথম এজিএম। অনুষ্ঠানে শেয়ারহোল্ডারদের মধ্যে ডেভিডেন্ট ঘোষণা করা হয়। সেই সাথে পালিত হলো সি ফর চাঁটগা মিডিয়ার প্রথম বর্ষপূর্তি। বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে চাঁটগার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে চর্চা ও জনপ্রিয় করে তোলা, নিজেদের মধ্যে সম্প্রীতি ও সোহার্দ্য বৃদ্ধি এবং সর্বোপরি এর ব্যাপ্তিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সি ফর চাঁটগা গত এক বছর আগে যাত্রা শুরু করেন।
প্রবাসী চাঁটগাবাসীদের জন্য বিনোদন, আবাসন ও গেট টুগেদারের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে একটি পূর্ণাঙ্গ ক্লাব তথা চট্টগ্রাম ক্লাব লন্ডন গঠনের স্বপ্ন নিয়ে গতবছর ১.৩ মিলিয়ন পাউন্ড দিয়ে ক্রয় করা হয়েছিল একটা বড়সড় ভবন ও তৎসংলগ্ন কিছু খালি জায়গা।
প্রবাসী চাঁটগাবাসীদের কে সাথে নিয়ে অচিরেই এই স্বপ্ন বাস্তবায়িত হবে।
উদ্যোক্তারা নাজিম উদ্দীনের নেতৃত্বে পরিচালকবৃন্দ ও শেয়ার হোল্ডারগনের সম্মিলিত প্রয়াসে চাঁটগাবাসীদের জন্য একটি আন্তর্জাতিক মানের আধুনিক ও আকর্ষণীয় চট্টগ্রাম ক্লাব প্রতিষ্ঠা করতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :