সম্প্রতি জমকালো আয়োজনে, বাংলাদেশি সমবয়সী ব্যাচমেট এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ এর বন্ধু ও পরিবারের মিলন মেলা হয়ে গেল লা মিশন হোটেল, দোহা, কাতারে। কাতার এ বসবাসরত বন্ধুদের এ আয়োজনে যোগ দিয়েছিল নিউ ইয়র্ক, থাইল্যান্ড, ও বাংলাদেশ থেকে বন্ধুরাও।
পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমবয়সি প্রায় ৪৭০০০ বন্ধুদের পরিবার হয়ে উঠেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ “SSC 2002 AND HSC 2004, Bangladesh”।
বাংলাদেশসহ সারাবিশ্বে বিভিন্ন সময়ে তারা মেতে উঠে আনন্দ উৎসবে। ২০১২ থেকে শুরু হওয়া এ পরিবারটির কাতার প্রবাসী বন্ধুরা ২০১৭ সাল থেকে গ্রুপের মাধ্যমে কানেক্টেড হয়ে, দেশের বাহিরে ও একটি পরিবার হয়ে উঠেছেন । প্রতিনিয়ত তারা সুখে দুখে পারস্পরিক সম্পর্কিত থাকা, ছোটখাটো গেট টুগেদার ও সামাজিক কাজে অংশগ্রহণ তো থাকছেই, বছরে দু একবার গ্রান্ড গেট টুগেদার ও করে থাকেন তারা। তারই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর “Buddies day out, আয়োজন করেন।
দুপুর থেকেই ভেন্যুতে বন্ধুদের উপস্থিতি ও দায়ীত্বরত বন্ধু “জিন্নাত ও মোতাহের”এর কাছ থেকে সুভেনীর , টিশার্ট, কুপন সংগ্রহের সরগরম মুহুর্তটি মুহূর্তেই শান্ত সুন্দর হয়ে যায় সঞ্চালক “ইমন” এর ভয়েস শুনে।
মুল অনুষ্ঠান শুরুর আহ্বানে বন্ধু ও অতিথিরাও মনোযোগী হয়ে, শান্ত পরিবেশ তৈরী করে সহযোগিতা করেন।
কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেই, পৃথিবী থেকে বিদায় নেয়া বন্ধুদের জন্য দোয়া করেছেন উপস্থিত সকলে। কো-অর্ডিনেটর মাসুম, বাংলাদেশ থেকে আগত আসিফ খান, ইব্রাহীম কবীর, নিউ ইয়র্ক থেকে আসা মিজানুর শাওন , থাইল্যান্ড থেকে আসা সাফ্ফি তিতাস, অনুষ্ঠানের আহ্বায়ক আদিব রহমান, সুমাইয়া মাহমুদসহ অনেকেই স্মৃতি রোমন্থন করতঃ আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য করেন। সবার কণ্ঠে বন্ধুত্বকে টিকিয়ে রেখে প্রজন্ম থেকে প্রজন্মে ০২-০৪ এর সেতুবন্ধন করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩৭-৩৮ বছরের বন্ধুদের মেলায় চমকে দিতে হঠাৎ ই আগমন করেন তাদের চাইল্ডহুড ক্রিকেট হিরো, বাংলাদেশ ক্রিকেট টিমের সবেক সফল অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তাকে পেয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠেন, ভিড় জমে যায় কুশল বিনিময় ও সেলফি তোলার জন্য। অল্প সময়ের উপস্থিতিতে তিনি স্মৃতিচারণ ও ০২-০৪ এর জন্য শুভকামনা জানিয়েন অতিথিদের সাথে অনুভুতি শেয়ার করেন।
জাকজমকপূর্ণ এ আয়োজনে এসোসিয়েট পার্টনার হিসেবে বন্ধু এন্থনী গোমেজ, এ আর সুমন, রাইয়ান জিয়া, ইন্জি. ইয়াকুব খন্দকার, মোবারক হোসেন, মো. রাসেল, পারভেজ নুর, সাখাওয়াত রোমেল, আদিব রহমান, মো. মাসুম, আমিনা নাসরিন জুথী’র বর রুবেল হোসেন ইভেন্ট পার্টনার ও মিডিয়া পার্টনারকে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।
উল্লেখ্য, অনুষ্ঠানটির অর্গানাইজেশনে ছিল “0204 Organising council “ ইভেন্ট পার্টনার “রোমানা হাইপার মার্কেট। মিডিয়া পার্টনার “আকাশ মিডিয়া ভুবন"। অর্গানাইজিং কাউন্সিলের প্রেসিডেন্ট জিয়াউর রহমান টিটু তার বক্তব্যে সকল পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তার কাউন্সিলের এটাই প্রথম ও সুন্দর প্রোগ্রাম উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ।
জয়নাল আবেদীন জয় (এডমিন ০২-০৪) তার বক্তব্যে গ্রুপের নানাবিধ সামাজিক ও মানবিক প্রজেক্ট ও মিশন নিয়ে কথা বলেন।
উল্লেখযোগ্য প্রজেক্ট গুলোর মধ্যে -
“Warm love"- শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ “Silent Smile” -ঈদ ও পুজায় সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরন। “Run for humanity" প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম । “Gratitudes “ অসহায় বন্ধু ও পরিবারকে সহায়তা প্রদান। “পুনর্বাসন"- দুর্যোগ পরবর্তী বিপদগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান। “শিক্ষা উপকরন বিতরন” “Free health camp” ছাড়াও তাদের রয়েছে
“Blood Bank 0204” প্রয়োজনে সশরীরে রক্তদান যোগান দেয়াই এর মুল উদ্দেশ্য ।
উল্লেখিত, সকল প্রজেক্টে কাতারের বন্ধুদের সতস্ফুর্ত অংশগ্রহণে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরে হঠাৎ ই সারপ্রাইজ দিলেন উপস্থিত সকলকে । ০২-০৪ পরিবারের প্রতি ডেডিকেশন ও ভালোবাসা বিলিয়ে দেয়া হাজারো যোগ্য বন্ধুদের মধ্যে মাত্র ৩ জনকে নতুন করে এডমিন প্যানেলে সহকর্মী হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি, যার মধ্যে কাতার প্রবাসী ও বাংলাদেশী বন্ধুদের প্রান চৌধুরী আদিব রহমান ও রয়েছেন বলে তিনি জানান। মুহূর্তেই অডিটরিয়ামের সবাই আনন্দে নেচে উঠে । এরপরই বন্ধুদের সঙ্গে ছবি তোলার ভিড় লেগে যায়, তাছাড়াও কেউ একক ছবি, কেউ গ্রুপ ছবি, ফটোবুথসহ ছবি-কেকের সাথে ছবি ও কেক কেটে আনন্দে উল্লাসিত হয় অডিটোরিয়াম। বন্ধু জয় ও সুজনের পরিবেশনায় গানের তালেতালে নেচে-গেয়ে উল্লাস করেন সবাই।
শেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র।
বন্ধু মাসুমের সৌজন্যে কাপল লাঞ্চ ভাউচার ও Romana hyper market এর সৌজন্য টিভিসহ অন্যান্য আকর্ষণীয় গিফট ছিল অংশগ্রহণকারীদের জন্য।
সর্বশেষ নৌকা ভ্রমণ-সাথে নাচানাচি ও হৈ-হুল্লোড় করেই ভাঙ্গে বন্ধুদের মিলন মেলা। একে একে ছুটে যান নিজ নিজ গন্তব্যে। সবাই সঙ্গে নিয়ে যান আস্থা-বিশ্বাসে ভর করে বন্ধুদের নিয়ে দীর্ঘ পথচলার বার্তা।
আপনার মতামত লিখুন :