বাহরাইনের আদলিয়া শহরে বাংলাদেশি মালিকানাধীন তায়া রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন বাহরাইনি নাগরিক মোহাম্মদ আবদুল্লাহ এবং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কুমিল্লার আল আমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ, ব্যবসায়ী মোহাম্মদ নাসির, দেলোয়ার হোসেন, আরিফ খান ইমন, মনজুর আহমেদ, জাহিদ, সজিব এবং রাজুসহ বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিরা।
রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, তায়া রেস্টুরেন্টে মানসম্মত ইতালীয় এবং আরবি খাবারের পাশাপাশি বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। উদ্বোধনের দিন থেকেই প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় নাগরিকদের ভিড় লক্ষ্য করা গেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, তায়া রেস্টুরেন্টটি গ্রীন অ্যান্ড ইয়েলো প্রপার্টি ম্যানেজমেন্টের অধীনে পরিচালিত হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় আছেন তৌহিদ বশির ও গোলাম সরওয়ার। রেস্টুরেন্টটি শুধু মানসম্মত খাবার পরিবেশন নয়, বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও কাজ করবে।
আপনার মতামত লিখুন :