কানাডায় নব নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সুবহানসহ সকল কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেছেন কানাডা বিএনপির নেতারা। সোমবার দুপুর অটোয়াস্থ হাইকমিশনার অফিসে মতবিনিময় সভায় কানাডা বিএনপির নেতারা বলেন, হাই কমিশনে সেবা নেয়ার সবার অধিকার রয়েছে। কিন্ত বিগত দিনে কানাডা হাই কমিশন একটি পক্ষের হয়ে কাজ করে অনেক সমালোচিত হয়েছে। এখন থেকে যেনো দলমতের উর্ধে উঠে সেবা প্রদান করার আহবান জানানো হয়।
হাইকমিশনের সকল সেবা থেকে বঞ্চিত ছিল বিএনপি। এমন অভিযোগ করে তারা বলেন, সকল কাগজ পত্র ঠিক থাকার পরও বাংলাদেশি পাসপোর্ট, নো ভিসা রিকোয়ারমেন্ট পেতে অনেক জটিলতা ভুগতে হয়েছে। অনেকেই দেশে পর্যন্ত যেতে পারেন নাই। সেই দিকে থেকে বিশেষ নজর দেয়ার আহবান জানান তারা।
এদিকে কানাডায় নিযুক্ত বাংলাদেশে হাইকমিশনার নাহিদা সুবহান জানান, কানাডা দুতাবাস এখন থেকে সবার জন্য উন্মুক্ত। যে কোন সমস্যায় সবাইকে আইন অনুযায়ী সকল ধরনের সেবা প্রদান করা হবে। তার কর্মকালে কোন ধরনের স্বজনপ্রীতি করা হবে না।
দুতাবাসের সকল কর্মকর্তাদের প্রতি সজাগ দৃষ্টি এবং কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় দূতাবাসের সকল কর্মকতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-কানাডা বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক, সাধান সম্পাদক নবী হোসেন, সিনিয়র সহ সভাপতি, মারিফুর রহমান, সহ সভাপতি আনসার উদ্দিন আহমেদ, আবুল বাশার মানিক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মিজিসহ সাধারন সম্পাদক মুহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদিন জামিল।
আপনার মতামত লিখুন :