ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

কাতার দূতাবাসে বিএনপির প্রতিনিধি দল

ই এম আকাশ, কাতার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০২:২৪ এএম

কাতার দূতাবাসে বিএনপির প্রতিনিধি দল

ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র প্রদান করেন।

১৯ জানুয়ারি রোজ রোববার দুপুর ২টা ৩০ মিনিট  বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে গমন করে এবং কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদ এর সাথে দেখা করে পত্রটি হস্তান্তর করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটির সদস্য, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের  উপদেষ্টা ও  চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিসট্যান্ট ড. মাহদী আমিন।

আরবি/জেডআর

Link copied!