বিএনপি`র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে স্পেনের মাদ্রিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি, সোমবার রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় বাংলা টাউন রেস্টুরেন্টে মাদ্রিদ মহানগর বিএনপি`র উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রিদ মহানগর বিএনপি`র সভাপতি সোহেল আহমদ সামছু ও সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপি`র সভাপতি জামাল উদ্দিন মনির। এছাড়াও বক্তব্য দেন স্পেন বিএনপি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল আওয়াল খান, শহীদুল ইসলাম, শামীম খান বিপ্লব প্রমূখ।
মাদ্রিদ মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। যুবদলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মানিক বেপারী, আব্দুল মজিদ সুজন, ইয়াছিন আরাফাত শুভ প্রমুখ।
মহানগর বিএনপি`র অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিনহাজ ইসলাম, শাপিন মজুমদার, মো. সাঈদ আহমেদ, মাসুম আহমেদ, মো. রফিক আহমেদ, আবু বক্কর প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। বক্তারা আশা প্রকাশ করে আরো চলেন, আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল জিহাদ।
সভা শেষে বিএনপি`র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্পেন বিএনপি`র সভাপতি জামাল উদ্দিন মনির।
আপনার মতামত লিখুন :