বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে বিএনপির গ্রিস শাখা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গ্রিস বিএনপির আহব্বায়ক কমিটির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আহবায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপুর সঞ্চলনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক উপদেষ্টা হাফেজ আহমেদ।
সভায় বক্তব্য রাখেন-গ্রিস বিএনপির সাবেক সভাপতি ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, কমিউনিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম, কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএনপির যুগ্ম সদস্য সচিব টিপু সুলতান আনোয়ার, সদস্য হাজী মোক্তার হোসেন, আব্দুর রাজ্জাক টিটু, এস আলম নিপু, জালাল উদ্দিন, শফিক মিয়া, মহিম উদ্দিন, আবুল হাসেম, সাইদুর দেওয়ান, জুয়েল বাগদাদী, আজিম ঢালী, সোহাগ ভান্ডারী, রিমন শেখ, নুরুল আমীন, নুরুল ইসলাম মৃধা, হাজী মোহাম্মদ ইসলাম, সাইফুল হক মানিক, পেয়ার আহমেদ, আনোয়ার ঢালী, সায়েম খান, জানে আলম পিন্টু, মিজানুর রহমান, সোহেল আহমদ, হোসাইন আহমেদ, আব্দুল মালেক, বাচ্চু মিয়া, আব্দুল্লা হিল মোমেন, হোসেন মিয়া, আকলিম হোসেন, তপন মৃধা, শরীফ হোসেন সহ অনেকেই।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান তুলে ধরে বক্তারা বলেন, দেশের মানুষের জন্য তার অবদান দেশবাসী কখনো ভুলবে না।
আপনার মতামত লিখুন :