ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

গ্রিস আওয়ামী লীগে যোগ দিয়েছেন শেখ হাসিনা

গ্রিস প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:০১ পিএম

গ্রিস আওয়ামী লীগে যোগ দিয়েছেন শেখ হাসিনা

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে অডিও কলে যোগ দিয়েছেন।

গ্রিস আওয়ামী লীগের উদ্যোগে  আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠান  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাবেক সভাপতি গোলাম মাওলা, আবদুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের উপদেষ্টা আহসান উল্লাস, সাবেক সভাপতি রকিব মৃধা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান আলফা, সহ-সভাপতি শেখ আল আমিন , আবিদ হানজালা, গোলাম কিবরিয়া বাবলু, মিজান দুলাল, আলীম খালাসী, আলমগীর তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা মল্লিক, সোবহান বেপারি, সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার, রফেজ, প্রচার সম্পাদক লতিফ মোল্লা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নূরুজামান সিকদার, বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের  সভাপতি দাদন মৃধা, গ্রীস আওয়ামী যুবলীগের আহব্বায়ক কামরুল ইসলাম, গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খান প্রমুখ।

বর্তমান সরকার কর্তৃক সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট-ভাংচুর-অগ্নিসংযোগ এবং নেত্রী শেখ হাসিনাসহ লাখ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গণগ্রেপ্তার ও মানবতাবিরোধী সকল অপরাধের প্রতিবাদে ২৪ জানুয়ারি ২০২৫ গ্রিসের রাজধানী এথেন্সে বাংলা গ্রিক এডুকেশন সেন্টারে আওয়ামী নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরবি/জেডআর

Link copied!