ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৯:১১ এএম

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

জাভেদ চৌধুরী শাহীন (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশি মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বদুর গ্রামের বাসিন্দা। গত শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে দেশটির হুলহুমালে-মালে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।  

পুলিশ জানায়, মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের কাজ চলায় ট্র্যাফিক কন বসানো হয়েছিল। শাহীনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনের ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহতের শ্যালক মোহাম্মদ পারভেজ মিয়া জানান, শাহীন ১৬ বছর ধরে মালদ্বীপে বসবাস করছিলেন এবং রাজধানী মালের ‘লিলি ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।  

বাংলাদেশে তার মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত শাহীনের মরদেহ বর্তমানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে দেশটির হুলহুমালে-মালে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।  

পুলিশ জানায়, মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের কাজ চলায় ট্র্যাফিক কন বসানো হয়েছিল। শাহীনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনের ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহতের শ্যালক মোহাম্মদ পারভেজ মিয়া জানান, শাহীন ১৬ বছর ধরে মালদ্বীপে বসবাস করছিলেন এবং রাজধানী মালের ‘লিলি ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে তার মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত শাহীনের মরদেহ বর্তমানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!