প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে গ্রিসে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও দোয়েল একাডেমী ইন গ্রিসের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা সংগঠনটির কার্যালয়ে শুভাগমন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী নারী, শিশু ও কিশোর-কিশোরীরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রাজ্জাক টিটু এবং সহযোগিতায় ছিলেন ইসমাইল হোসেন রনি।
উৎসবে বাংলার ঐতিহ্যবাহী নকশী পিঠাসহ নানা রকমের শীতকালীন পিঠা পরিবেশন করা হয়। প্রবাসীরা বিভিন্ন ধরনের দেশীয় পিঠার স্বাদ উপভোগ করে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে সময় কাটান।
[32799]
উৎসবে পরিবেশিত পিঠাগুলোর মধ্যে ছিল-রস পাকন, পাটিসাপটা, ফুল পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, নারিকেল পিঠা, বিবিখানা, দুধ পাকন।
প্রবাসীরা জানান, বাংলাদেশ থেকে দূরে পরিবার ও আত্মীয়-স্বজনদের ছাড়া ব্যস্ত জীবনে এই আয়োজনটি তাদের জন্য এক আনন্দময় মুহূর্ত এনে দেয়।
উৎসবটি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐতিহ্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।