এশিয়া অ্যাপারেল এক্সপো ২০২৫: বাংলাদেশের ২০ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:১৪ পিএম

এশিয়া অ্যাপারেল এক্সপো ২০২৫: বাংলাদেশের ২০ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ছবি: রূপালী বাংলাদেশ

জার্মানির ডুইসেলডর্ফে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১১তম এশিয়া অ্যাপারেল এক্সপো ২০২৫-এ বাংলাদেশের তৈরি পোশাক খাতের ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

তিনদিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের প্যাভিলিয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলোতে জার্মানিসহ বিভিন্ন দেশের ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

বাংলাদেশের এস্কয়ার রিসোর্সেস, এমবিএল অ্যাসোসিয়েট, মেট্রিক্স অ্যাপারেলস, টেক্সটাইল ফ্যাশন, নীলিমা ফ্যাশন ওয়্যার, ওয়্যারপটেক্স বাংলাদেশ, মাকটেক্স, স্পারটেন ফ্যাশন্স, নদী লিমিটেডসহ প্রায় ২০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে।

এসব স্টলে নিট, ওভেন, এবং অন্যান্য পোশাক প্রদর্শিত হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করছে।

বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য নতুন ক্রেতা তৈরি করা এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করা।

দেশীয় পণ্য তুলে ধরতে এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে ইপিবি (এক্সপোর্ট প্রমোশন ব্যুরো), লর্ড ইন কর্পোরেটের দেওয়ান তাজ আহম্মেদ এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা রয়েছে।

বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী জানান, এই মেলা ভবিষ্যতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য আরও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

আন্তর্জাতিক মান রক্ষা এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদন অব্যাহত রাখাই আমাদের বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আন্তর্জাতিক বাজারে টিকিয়ে রাখতে হলে চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেই হবে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈদেশিক মুদ্রার সংকট নিরসন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করাই এই খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেলা বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ। এই মেলার মাধ্যমে নতুন ক্রেতাদের আকৃষ্ট করে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক খাতের সুনাম আরও শক্তিশালী করা সম্ভব হবে।

বাণিজ্যে বাংলাদেশের অমিত সম্ভাবনা বাস্তবে রূপ পাবে কি না, তা সময়ই বলে দেবে!

আরবি/জেডআর

Link copied!