কাতার বিশ্বকাপের পর প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান আবারও বাড়তে শুরু করেছে। তারই ধারাবাহিকতায়, কাতারের শিল্প নগরীর ৫০ নম্বর স্ট্রিটে চালু হয়েছে "স্ট্রিট ফিফটি গ্যারেজ অ্যান্ড কার ওয়াশ" নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান।
রোববার সন্ধ্যায় দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন স্বত্বাধিকারী শাহ নেওয়াজ, মহিন মিয়া, মামুন হাসান ও কাতারি স্পন্সর। এই প্রতিষ্ঠানে নতুন করে ৪০ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যা কাতারে বাংলাদেশি শ্রম বাজারের জন্য ইতিবাচক খবর।
স্থানীয় প্রবাসীরা জানাচ্ছেন, এর ফলে এখন আর শহরে যেতে হবে না। শিল্প নগরীর প্রবাসীরা এখানেই কার ওয়াশ ও গ্যারেজ সুবিধা পাবেন, যা তাদের সময় ও খরচ দুটোই বাঁচাবে।
কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগ প্রবাসীদের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।