ইতালিতে এমপি প্রার্থী ডা. শামীমকে চাঁদপুরবাসীর সংবর্ধনা

ইতালি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৫:২৪ পিএম

ইতালিতে এমপি প্রার্থী ডা. শামীমকে চাঁদপুরবাসীর সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটি বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ও বিএনপি চাঁদপুর জেলা কমিটির ২নং সদস্য প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম ইতালি সফরে এসে চাঁদপুরবাসীর পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রোমের তরপিনাত্তারা এলাকায় রাজশাহী রেস্টুরেন্টে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালির প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মৃধা এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা আল আমিন বিশ্বাস। উপস্থিত ছিলেন ইতালি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী নেতাকর্মীরা।

প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম তার নির্বাচনি এলাকা ও প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ও চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালির নেতৃবৃন্দ।

এদিকে, নেতাকর্মীরা প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম এর সুস্থতা কামনা ও আগামী এমপি নির্বাচনে তাকে জয়ী করার অঙ্গীকার করেন।

প্রফেসর শামীম বর্তমানে নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যেমন:-স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটির বিশেষজ্ঞ প্যানেল সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তর সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগের মনিটর।

আরবি/জেডআর

Link copied!