বাংলাদেশ ইসলামিক সেন্টারের উদ্যোগে রিপা মন্তি জামে মসজিদে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি মোখলেসুর রহমান, সেক্রেটারি খিরাত হোসাইন ছিলেন অনুষ্ঠানের পরিচালনায়।
মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী আরবি শিক্ষা গ্রহণ করে থাকেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গজল ও আজান প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিচারকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার শিক্ষকরা।
উক্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল হাসান, মাওলানা হাফেজ সামসুল ইসলাম, মাওলানা আবু নাজের হাসবি ও মাওলানা হাফেজ শরীফ উদ্দিন।
[33410]
মাদ্রাসার সফলতা কামনা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি শাহজাহান মোহাম্মদ, সহ সভাপতি ওহিদ মিয়া দুলাল, সদস্য আব্দুল গাফ্ফার, রুহিন আহমেদ, মীর হোসেন বিপ্লব, সেলিম আহমেদ, শাহাদাত হোসেন, রাসেল খান, সেলিম মোল্লা।
সুন্দর ভাবে পরিচালনার জন্য অবিভাবকদের পক্ষ থেকে মাদ্রাসার সবাইকে ধন্যবাদ জানান মিজানুর রহমান, শাহীন মুন্সী, শাহাদৎ হোসেন, ইমাম হোসাইন, রাশেদ খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিশনার বিভাষ চন্দ্র কর, সন্দ্রিও জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারোয়ারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
শেষে, উপস্থিত নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের পুরস্কৃত করেন, এবং বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।