সাংবাদিক জুয়েল সাদতের মা বেগম মুহিবুন নাহার (৮৬) আমেরিকার অরল্যান্ডোতে শুক্রবার (৭ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হবে। সারা জীবন সিলেট শহরে বসবাস করে ১৯৯৩ সাল থেকে তিনি তার পুত্র, উত্তর আমেরিকার মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, কবি এবং সংগঠক জুয়েল সাদতের সঙ্গে ছিলেন। মৃত্যুকালে তিনি চার কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেনে।
উল্লেখ্য, বেগম মুহিবুন নাহার ১৯৩৮ সালে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেই সময়ে কুলাউড়ায় মেয়েরা সাধারণত স্কুলে যেত না, তবে তার পড়াশোনার প্রতি আগ্রহের কারণে তিনি লুকিয়ে ভাইদের সঙ্গে স্কুলে যেতেন। মুহিবুন নাহার বেগম সিলেটের মালিনীছড়া চা বাগানে যুদ্ধপরবর্তী সময়টায় কাটান। তিনি একজন দক্ষ হস্তশিল্পী ছিলেন এবং সেই সময়ে বাংলাদেশে পোষাক সেলাইয়ের দোকান না থাকায় তিনি এই শিল্পটি ভালোভাবে জানতেন এবং অনেককে তা শিখিয়েছিলেন। তিনি বেগম পত্রিকা পড়তেন এবং প্রগতিশীল চিন্তাধারার অধিকারী ছিলেন।
তিনি সাদত ফাউন্ডেশনের একজন ট্রাস্টি ছিলেন। সাদত ফাউন্ডেশন বাংলাদেশের একটি সামাজিক উন্নয়ন সংস্থা, যা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :