৭৪ জন বাংলাদেশি নাগরিকসহ ১১৬ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এই তথ্য জানান।
[33508]
বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, ইট কারখানা এবং পোর্ট ডিকসনের একটি নির্মাণাধীন ভবনে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়, বর্তমানে আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
অভিযানে ১৮০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। আটকদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২ জন নারী, ১১ জন চীনা, ৯ জন পাকিস্তানি, ৫ জন ভারতীয়, ২ জন মায়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে।