ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ধানমন্ডির ৩২ ভাংচুর: ভেনিস আ.লীগের প্রতিবাদ

ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:০৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাস ভবনে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগ ও লুটপটের প্রতিবাদে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্প্রতিবার সন্ধ্যায় স্থানীয় একটি হলরুমে ভেনিস শাখা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি বিল্লাল হোসেন ডালি। 

তিনি তার বক্তব্বে দেশে ছাত্র ঐক্যের নামে বর্তমান সরকারের মদদে মুক্তিযুদ্ধসহ বাংলদেশের ইতিহাস যেই বাড়িতে সংরক্ষিত ছিল সেই বাড়ি সহ যে অরাজকতা চলছে এর তিব্র নিন্দা জানান এবং এই দুস্সময়ে সকল নেতাকর্মীদের এক হয়ে দলের জন্য কাজ করার আহ্বান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নাম্বার ধ্বংসের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে নীরবতা পালন করেন।

[33620]

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-ইতালি আওয়ামী লীগের সদস্য রেহান উদ্দিন, ভেনিস আওয়মী লীগের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসাইন, হাকিম শিকদার, সাবেক সম্পাদক ওমর ফারুক নিনি, সহ সভাপতি জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, দেলোয়ার হোসেন, যুবলীগের সভাপতি মোস্তফা সৈয়াল কালু, শেখ আলাউদ্দিন, ফয়সাল আহমেদ, মোরাদ ডালি ও মাসুম খালাসিসহ ভেনিস আওয়ামী লীগ যুবলীগ এর নেতৃবৃন্দ।

প্রতিবাদ শেষে উপস্থিত নেতাকর্মীরা ড. ইউনুসসহ সরকারের উপদেষ্টা পরিষদ ও সমন্বয়কদের ছবি সম্বলিত কুশপুত্তলিকাতে আগুনে পুড়িয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।