শীতের মাঝে একটু বিনোদনের খোঁজে ইতালি প্রবাসী নোয়াখালীবাসীদের নিয়ে গঠিত সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালি তুষার রাজ্য ভ্রমণের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি আলাউদ্দিন শিমুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি, ফেনী জেলা সমিতি, রশিদ সুমন রায়হান মুনশাদ, ওমর ফারুক পিন্টু`র যৌথ সহযোগিতায় রোমের অদূরে কাম্পো ফেলিসে নামে স্থানে পরিবার নিয়ে একটি ব্যতিক্রম দিন কাটান প্রবাসীরা। বিশেষ করে শিশুরা তুষারের সাদা চাদরে আনন্দে ও বিভিন্ন খেলায় মেতে উঠে।
[33869]
এই তুষার ভ্রমণে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালি সভাপতি আমিনুর রহমান সালাম, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি সভাপতি লায়লা শাহ্, সামাজিক ব্যাক্তিত্ব মাইনুল আলম খোকন, কামরুজ্জামান রতন, আইয়ুব আলী, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি সভাপতি আনোয়ারুল আজিম সিমনে, সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া, এছাড়াও লক্ষ্মীপুর জেলা সমিতি, নোয়াখালী জেলা সমিতি ফেনী জেলা সমিতি, সহ রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন ১নং সম্মানিত সদস্য আব্দুল ওহাব, সহ সভাপতি শেখ ফরিদ, সহ সভাপতি নুরুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল এহসান মিনু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, উপদেষ্টা রেজাউল করিম মিন্টু, শাহ্ মোঃ তৌহিদ কাদের, সদস্য এ কে আজাদ, উপদেষ্টা আবুল কালাম খোকন, সিরাজ উল্লাহ পনছায়েতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
[33620]
এই সময় আয়োজকরা জানান” শীতের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা উপভোগ করতেই এই আয়োজন। পরিবার পরিজন নিয়ে নির্মল আনন্দের পাশাপাশি নিজেদের পারস্পরিক সম্পর্ক সুসংগঠিত করতে এই ধরনের আয়োজন আমরা অব্যহত রাখবো।
তারা আরো জানান প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের দেশীয় কৃষ্ঠি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে তারা আগামীতেও প্রবাসী বাংলাদেশীদের কে নিয়ে এরকম বিনোদনমূলক আয়োজনসহ বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলো আয়োজন করবে।