ডিপ্লোমেট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নসশিপে রানার আপ হয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। শারজাহ স্কাইলাইন ইউনিভার্সিটি কলেজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের নবম আসরে অংশ নেয় দুবাইতে অবস্থিত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনস্যুলেট জেনারেল। গ্রুপ পর্বে বাংলাদেশ কনস্যুলেট টিম দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। এরপর সেমিফাইনালে যুক্তরাজ্যকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রানার্স আপ হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কনস্যুলেটের সদস্য এবং প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে বাংলাদেশ কনস্যুলেট টিম গঠিত হয়।
শুরুতে টচে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ কনস্যুলেটের ক্যাপ্টেন আব্দুস সালাম। ১৫ ওভারে ১১৪ রানের টার্গেট ছুড়ে দেয়া হয় প্রতিপক্ষ পাকিস্থান কনস্যুলেট দলের উদ্দেশ্যে। জবাবে ৪ উইকেটে কাঙ্খিত জয় ছিনিয়ে নেয় পাকিস্থান।
পুরষ্কাার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পাকিস্তান কনস্যুলেটের হেড অফ চ্যান্সারী রাহিম উল্লাহ খান, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-ভাইস চ্যান্সেলর ড. দীপক কলরা, ডাইরেক্টর মার্কেটিং রাকেশ গড় এবং হেড অব স্পোর্টস এন্ড হেলথ ড. সনজয় বেনজামিন।
আপনার মতামত লিখুন :