স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় বিভিন্ন ভাষাভাষী মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হলো আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ভাষাশহীদ দিবস। এডিনবরা সিটি কাউন্সিল ও ইএলআরইসি (ELREC) এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সিটি চেম্বারের ইউরোপীয়ান হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ দিয়ে। সমবেত কণ্ঠে পরিবেশন করা এই গানটি, সকলের হৃদয়ে গভীর আবেগের সঞ্চার করে। গানটির তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী জনি আহমেদ।
এডিনবরা সিটি কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলর পলিন ফ্ল্যানারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা প্রদান করেন। মাতৃভাষার গুরুত্ব এবং বিশ্বব্যাপী ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ফয়ছল চৌধুরী এমবিই, এমএসপি অতিথিদের স্বাগত জানান। এ ছাড়া, ড. ওয়ালি উদ্দিন এমবিই, বাংলাদেশের প্রখ্যাত কমিউনিটি নেতা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
থিসল শাপলা কালচারাল গ্রুপের চেয়ার ফখরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য-
স্কটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগীত ও নৃত্য পরিবেশন।
প্রফেসর রব ডানবার গায়েলিক ভাষায় কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত সকলের হৃদয়কে স্পর্শ করে।
লোকসংগীত লিপা বাঁশিতে সুর তোলেন এবং নৃত্য পরিবেশন করেন।
কবিতা আবৃত্তি করেন লুপা গোমেজ এবং সাভিতা, যারা তাদের আবৃত্তির মাধ্যমে একুশের চেতনা উজ্জীবিত করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবিন এবং আকাশদীপ।
আয়োজনের শেষ পর্বে এডিনবরা সিটি চেম্বার প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে উপস্থিত সকল ব্যক্তি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক উদ্যোগ, যা এডিনবরা সিটি কাউন্সিল, ইএলআরইসি (ELREC) এবং থিসল শাপলা কালচারাল গ্রুপ এর যৌথ প্রচেষ্টায় আয়োজন করা হয়।
উল্লেখ্য, ফয়ছল চৌধুরী এমবিই, এমএসপি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।