গত ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এ অবস্থায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। আর দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশিদের একদিনে মেডিকেল ভিসা দিতে কাজ চলছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ওয়েন।
তিনি বলেন, ‘কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই’ এ ছাড়াও শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে চীনা এই রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করা হবে। আর আগস্টের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী।’
চায়না মেডিকেল ভিসা সুবিধা
বর্তমানে বাংলাদেশের রোগীরা চায়নাতে এখন একদিনের মধ্যেই চিকিৎসা ভিসা নিতে পারবে।
- জরুরি চিকিৎসাসেবা প্রদান করে
- নির্দিষ্ট হাসপাতালের সুবিধা দেবে
- আন্তর্জাতিক সহযোগিতা প্রদান করবে
- রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করবে
- বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে কাজ করবে
- বাংলাদেশিদের জন্য আরও সুযোগ-সুবিধা প্রদান করবে
চায়না মেডিকেল ভিসা আবেদন প্রক্রিয়া
চায়না মেডিকেল ভিসা আবেদন প্রক্রিয়া নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো:
যোগ্যতা মূল্যায়ন: যে সমস্ত রোগীদের জরুরি অবস্থা তারাই আবেদন করে দ্রুত ভিসা পাবে।
চিকিৎসা রিপোর্ট: চায়না মেডিকেল ভিসার জন্য চিকিৎসকের কাছ থেকে একটি মেডিকেল রিপোর্ট সুপারিশ প্রাপ্ত হতে হবে।
চায়না মেডিকেল ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
- ৬ মাস মেয়াদের ভ্যালিড পাসপোর্ট
- চিকিৎসকের সুপারিশ প্রাপ্ত রিপোর্ট
- স্বাস্থ্যগত অবস্থা ব্যাখ্যা করা রিপোর্ট
- চায়না মেডিকেল ভিসা আবেদন ফরম
- পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- ফ্লাইট বুকিং ইনফরমেশন
এই প্রয়োজনীয় তথ্যগুলো চায়না মেডিকেল ভিসা আবেদন করার ক্ষেত্রে লাগবে। এক্ষেত্রে সরাসরি চায়না দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে।
চায়না মেডিকেল ভিসা খরচ
ভিসা আবেদন ফি: চায়না মেডিকেল ভিসা আবেদন করার জন্য খরচ পড়বে ৩,০০০ টাকা।
প্রক্রিয়াকরণ চার্জ: চায়না মেডিকেল ভিসার প্রয়োজনীয় কাগজপত্র এবং সকল বিষয়গুলো প্রসেস করতে খরচ পড়বে ২,০০০ টাকা।
অতিরিক্ত চার্জ: অতিরিক্ত চার্জ বাবদ খরচ পড়বে প্রায় ১৫০০ টাকা।
আবেদন করবেন যেভাবে
দূতাবাস: দূতাবাসের মাধ্যমে চায়না মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অনলাইন: অনলাইনের মাধ্যমে চায়না মেডিকেল ভিসার জন্য আবেদন করা যায়।
এজেন্সি: এজেন্সির মাধ্যমে নির্দিষ্ট একটি প্যাকেজ নিয়ে চায়না মেডিকেল ভিসা পাবেন।
চায়না মেডিকেল ভিসা আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় ফি এবং অন্যান্য সকল তথ্যগুলো কিন্তু আগে থেকেই সংগ্রহ করা লাগে। এক্ষেত্রে যেকোনো এজেন্সি অথবা আপনি নিজেই দূতাবাসের মাধ্যমে গিয়েও আবেদন করতে পারবেন। আবেদন করার ১ দিনের মধ্যেই ইমার্জেন্সি ভাবে চায়না মেডিকেল ভিসা পাওয়া যাবে। এ ছাড়া সাধারণভাবে আবেদন করে থাকলে ১৫ দিনের মধ্যেই মেডিকেল ভিসা পাবেন।