যথাযোগ্য মর্যাদায় ও মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জার্মানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক ও সমর্থকরা। দিবসটি উদযাপন উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনের রাইনিকেনডর্ফের একটি হলে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও আলোচনা সভার।
জার্মানিতে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা আবু হানিফ ও সাইদুর রহমান ছবির এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও ভাষা শহীদদের স্মরণ করে দোয়া করেন আবু তাহের। তারপর ১ মিনিট নিরবতা পালন শেষে দিবসটিতে মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় জীবনে ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন জার্মানিতে বিএনপির রাজনীতির পরিচিত মুখ ও ত্যাগী ও শীর্ষনেতা কাজী রেজাউল হক সাঈদ, মোসলেম উদ্দিন, হামিদুল ইসলাম হেলাল, সাঈদুর রহমান সাঈদ, গিয়াস উদ্দিন, মো. জসিম সিকদার, বাবুল বেপারি, নূর চৌধুরী জিয়া, আলমগীর ভূঁইয়া, নজরুল ইসলাম সেন্টু, মাসরুর আলম বাবলি, মোহাম্মদ আলী জীবন, কালা মিয়া সফিকসহ অন্যান নেতৃবৃন্দ। দিবসটির পটভূমি নিয়ে আলোচনায় অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, সোহেল চৌধুরী, হাসান মোবারকসহ আরো অনেকে।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তরুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জার্মানিতে জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরার আহবান জানানো হয়।
আলোচনা সভায় দলটির জার্মান বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দেশটির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা ছিলেন উপস্থিত। সবশেষে দেশ ও দেশের সকল মানুষের জন্য দোয়া কামনা করা হয়।