বাহরাইনে রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ারের পরিচয়পত্র পেশ

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১০:২৭ পিএম

বাহরাইনে রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ারের পরিচয়পত্র পেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার, এনডিসি, দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফার কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আল সাখির প্রাসাদে এক বর্ণাঢ্য আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র পেশ করেন।

একই অনুষ্ঠানে সৌদি আরব, তুরস্ক, থাইল্যান্ড ও সার্বিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতরাও তাদের পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার বাহরাইনের রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বাহরাইনে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই রাজার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বিশেষভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

ড. ইউনুস বাহরাইনের রাজা এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খলিফার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশটির অসাধারণ অগ্রগতির জন্য অভিনন্দন জানান। তিনি বাহরাইনের শান্তিপূর্ণ পারস্পরিক উদ্যোগের প্রশংসাও করেন।

বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তার জন্য রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ২০০৫ সালে বাহরাইন সরকার কর্তৃক বাংলাদেশ স্কুলের জন্য জমি দান করায় তিনি রাজার প্রতি ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে বাহরাইনের রাজা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সফল দায়িত্ব পালনের শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী দিলরুবা আখতার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার ব্যক্তিগত প্রতিনিধি শেখ আবদুল্লাহ বিন হামাদ আল খলিফা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়্যাল গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শেখ নাসের বিন হামাদ আল খলিফা, রয়্যাল কোর্টের মন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা এবং রয়্যাল প্রটোকলের প্রধান মেজর জেনারেল খলিফা বিন আহমেদ আল ফাধালা।

প্রসঙ্গত, রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রাশিদ আল যায়ানির কাছে তার পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছিলেন।

আরবি/জেডআর

Link copied!