সভাপতি ফয়সাল, সম্পাদক আলাউদ্দিন

বাহরাইন বিএনপির নতুন কমিটি ঘোষণা

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৫:০২ পিএম

বাহরাইন বিএনপির নতুন কমিটি ঘোষণা

সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদক। ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো বাহরাইন বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি।

শনিবার (৮ মার্চ) এক ভার্চুয়াল মিটিংয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব নতুন এ কমিটি ঘোষণা করেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ১৫১ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয় ১৩ ফেব্রুয়ারি ২০২৫।

নবগঠিত কমিটিতে ফয়সাল মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাবের আহমেদ এবং সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন।

সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আকবর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিরউদ্দিন নাসির, মো. মোকবুল হোসেন মুকুল ও মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া।

এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন ফারুক আহমেদ এবং দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে বাহরাইন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটির নেতৃত্বে বাহরাইনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে বাহরাইন বিএনপির সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল।

সেই কমিটিতে শেখ আবদুল হান্নান সভাপতি এবং সিরাজুল ইসলাম চুন্নু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে পরবর্তীতে কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়লে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় মো. সাবের আহমেদকে।

২০২২ সালের মার্চ মাসে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এরপর থেকেই নতুন কমিটির জন্য নেতাকর্মীদের অপেক্ষা ছিল দীর্ঘ। অবশেষে ২০২৫ সালে নতুন কমিটি গঠন হওয়ায় দলের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।"

তিনি বাহরাইনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

আলাউদ্দিন আহমেদ বলেন, "নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে বাহরাইন বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করব। শিগগিরই জাঁকজমকপূর্ণ পরিচিতি সভার আয়োজন করা হবে।"

নতুন কমিটি ঘোষণার পর বাহরাইন বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি দলের আদর্শকে আরও সুসংগঠিত করবে এবং প্রবাসে বিএনপির কার্যক্রমকে নতুন মাত্রায় নিয়ে যাবে।

আরবি/জেডআর

Link copied!