মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ বাংলাদেশিকে আটক করেছে এনফোর্সমেন্ট বিভাগ।
সূত্রের তথ্য অনুযায়ী, অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ বাংলাদেশি আটক হয়। পরে তদন্তের জন্য তাদের বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নেওয়া হয়।
দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) গত শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। একেপিএস জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) নিয়মিত তল্লাশি ও এনফোর্সমেন্ট বিভাগ বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের মোট ১৩৯ বিদেশির কাগজপত্র জব্দ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ৯৫ বাংলাদেশির কাগজপত্র যাচাই-বাছাই করার পর ধারণা করা হচ্ছে, তারা দেশের প্রবেশের শর্ত পূরণ না করেই অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন।
একেপিএস আরও জানায়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণে সবসময় কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসার অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :