যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জার্মানির বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ব শাখা।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভাও।

সংগঠনের আহবায়ক মোহাম্মদ সুহেব আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইব্রাহীম সরোয়ার এর সঞ্চালনায় এ সময় দলের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফি, জাকির হোসেন, সাগর আহম্মেদ ও আলিফ আহম্মেদসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান সদস্যরা।
ইফতারির আগে মূল পর্বে আরো বক্তব্য রাখেন, জার্মানিতে জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষনেতা কাজী রেজাউল হক সাঈদ, আবু হানিফ, গিয়াস উদ্দিন, অপু চৌধুরী, গনি সরকার, মো. জসিম সিকদার, নূর চৌধুরী জিয়া, মোসলেম উদ্দিন, সাঈদুর রহমান সাঈদ, বাবুল বেপারিসহ সংগঠনের সিনিয়র নেতা মোবারক হোসেন ও যুবনেতা আসিফ আহম্মেদসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মামলা, হামলার ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করে রেখেছিল।
ফ্যাসিস্ট সরকার পতনের কারনে এখন বাংলার প্রতিটা মানুষ নিজেদের পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে মাহে রমজান পালন ও স্বাধীনভাবে সব কিছু করতে পারছে।

আমাদের নেতা তারেক রহমান চলতি বছরেই দেশে ফিরবেন। খুব দ্রুত একটি সুষ্ঠু সুন্দরভাবে সকলের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি এদেশে সরকার গঠন করবে।
আমরা এত বছর পরে একসাথে ইফতার করতে পারছি এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা বহুদিন এক সাথে ইফতার করতে পারিনি।
সকলকে অনুরোধ করবো রমজানের পবিত্রতা রক্ষা করে রমজানের শিক্ষা নিজেদের মাঝে ধারণ করার।
দোয়া ও ইফতার মাহফিলে জার্মান বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী এবং বাংলাদেশী প্রবাসীরাও অংশগ্রহণ করেন।
পরে জুলাই অভ্যর্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্য ও দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। সবার মাঝে বিতরণ করা হয় ইফতার।
আপনার মতামত লিখুন :