ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ২

মো. আবুল বশির, মধ্যপ্রাচ্য ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৫৬ এএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ২

ছবি: রূপালী বাংলাদেশ

সৌদি আরবের জেদ্দা থেকে ৪৯০ কিলোমিটার দূরে মদিনা সুয়াইদরা প্রদেশে স্থানীয় সময় দুপুর ১১টায় আল রিয়া কোম্পানিতে কর্মরত বাংলাদেশী কর্মীদের বহনকারী (ট্রাক) গাড়িটির সাথে অন্য দিক থেকে আসা ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ বাংলাদেশি নিহত ও দুজন গুরুতর আহত।

প্রকাশ থাকে যে, মুখোমুখি সংঘর্ষের পর চারজন কর্মী গাড়ি থেকে ছিটকে পড়ে  যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনা কবলিত গাড়িটিতে ২১ জন বাংলাদেশী কর্মী ছিলেন।

এই মর্মে বাংলাদেশ কনসুলেট জেদ্দা, মদিনার ট্রাফিক অফিসে যোগাযোগ করে প্রকৃত ঘটনাটি জানতে পারেন। 

মৃত ব্যক্তিরা হচ্ছেন-মো. ইকরাম, পিতা- সাঈদ, কুরচাই, নিগওয়ার, গফরগাঁ, ময়মনসিংহ। মো. শহিদুল্লাহ, পিতা -মো. আব্দুল খালেক, শাপলা পাড়া, ঘাটাইল টাঙ্গাইল। আলামিন, পিতা- বিল্লাল হোসেন, কাজলা, ঘাটাইল টাঙ্গাইল। মোহাম্মদ রিফাত, পিতা-মো. খোকা, সাথের বাড়ি, পাইথল, গফরগাঁও, ময়মনসিংহ। 

আহতরা হচ্ছেন-মোস্তফা, কোনাবাড়ি,  ধলাপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল। সুলতান আলী, পিতা-মোহাম্মদ জব আলী, দুবরাচর, শেরপুর সদর, ময়মনসিংহ।

দুর্ঘটনা মৃত প্রবাসী কর্মীদের স্থানীয়ভাবে দাফন অথবা দেশে ফেরানোর বিষয়ে জেদ্দা কনসুলেট কর্তৃক পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিস্তারিত ট্রাফিক রিপোর্ট পাওয়ার পর মৃত কর্মীদের ওয়ারিশদের অনুকূলে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করা হবে।

এ বিষয়ে বিস্তারিত জেদ্দা কনসুলেট নিয়মিত যোগাযোগ করছেন মদিনা ট্রাফিক অফিসের সাথে।

যত তাড়াতাড়ি সম্ভব সৌদি আরবের নিয়ম কানুন শেষে মৃতদেহ দেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিবেন।।

আরবি/জেডআর

Link copied!